কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে রেখেছে তাদের যোগ্যতার স্বাক্ষর। সরকারের ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারি বিধি ও নির্দেশ মোতাবেক ওয়েব সাইটটি ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। বিশ্বায়নের এই যুগে প্রযুক্তিগত উন্নয়নের কোন বিকল্প নাই। উন্নয়নের স্বার্থেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ওয়েবসাইটটি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে অভ্যস্থ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সব কাজ প্রতিষ্ঠানে বসেই আদান প্রদান করতে পারব ৷ এতে আমাদের সময় সাশ্রয় হবে এবং কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে ৷ এজন্য আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আনন্দিত৷ নিয়মিতভাবে ওয়েব সাইটটি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রাখা হল ।